ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার কারণে আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইটের রুট ও সময়সূচিতে পরিবর্তন।
আজাদ কাশ্মীরে ভারতের আকস্মিক হামলার জেরে মধ্যরাত থেকে শুরু হওয়া এ পরিস্থিতিতে মঙ্গলবার (৬ মে) রাত থেকে ঢাকা অভিমুখী তিনটি আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে দুটি ডায়ভার্ট করা হয়। পরে এগুলো সকালে বিকল্প রুটে ঢাকায় ফিরে আসে।

এর মধ্যে উল্লেখযোগ্য একটি ফ্লাইট ছিল তুরস্ক থেকে ছেড়ে আসা তার্কিশ এয়ারলাইন্সের। ফ্লাইটটি সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় তুর্কি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে এবং ঢাকায় অবতরণের সময় নির্ধারিত ছিল ভোর সোয়া ৫টায়। কিন্তু পাকিস্তানের আকাশ অনিরাপদ বিবেচনায় পড়ে এটি ওমানের মাসকাট এয়ারপোর্টে অবতরণ করে। পরবর্তীতে সকাল সোয়া ৯টায় দিল্লির আকাশপথ ব্যবহার করে ঢাকায় পৌঁছে।
একইভাবে, কুয়েত সিটি থেকে রাত ১০টায় ছেড়ে আসা জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইট প্রাথমিকভাবে ঢাকাগামী থাকলেও, আকাশে প্রায় এক ঘণ্টা উড়ার পর পুনরায় কুয়েত সিটিতে ফিরে যায়।
এদিকে চীনের গুয়াংজু থেকে ছেড়ে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুপুর ১২টায় ঢাকায় অবতরণের কথা থাকলেও তা তিন ঘণ্টা বিলম্বে, দুপুর ৩টায় অবতরণ করবে বলে জানানো হয়েছে।
শুধু আগত ফ্লাইট নয়, শাহজালাল বিমানবন্দর থেকে ছাড়াও বেশ কিছু মধ্যপ্রাচ্যমুখী ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে থাকে। ফলে সকালের একটি তুরস্কগামী ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে, দুপুর দেড়টায় ঢাকা ত্যাগ করে।
এই প্রেক্ষাপটে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার কারণে ঝুঁকিপূর্ণ আকাশসীমা এড়িয়ে বিকল্প, নিরাপদ রুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে। যাত্রীদেরও যাত্রার সময় আগেভাগে বিমান সংস্থার কাছ থেকে আপডেট নিতে পরামর্শ দেওয়া হয়েছে।